Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গরুমারায় কুনকি হাতি জন্ম দিল পুরুষ শাবকের

 গরুমারা বনাঞ্চল এলাকায় হস্তিদের শিবিরে নতুন অতিথির আগমন ঘটল।  জন্ম নিল এক পুরুষ  হস্তি শাবক। শনিবার ভোর সাড়ে৪টা নাগাদ গরুমারার কুনকি হাতি মতিরানি জন্ম দেয় একটি পুরুষ হস্তি শাবকের। বনদপ্তর সূত্রে খবর শাবক ও তার মা পুরোপুরি সুস্থ রয়েছেন।জানা যায়,শাবকের বাবা কিরণরাজ।১৮-২০ মাস ধরে মতিরানী গর্ভবতী ছিল।আগে সে গরুমারার পিলখানায় ছিল।এখন তাকে ধুপঝোরা গাছবাড়িতে নিয়ে আসা হয়।এখন গাছবাড়িতেই থাকবে। সেখানেই মা ও শাবকের পরিচর্চা চলবে বলে বনকর্মীরা জানায়।    নতুন ওই শাবককে নিয়ে এখন রাজ্যে কুনকি হাতির দাঁড়ালো ১১১। এদিন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় গরুমারায় এসে শাবকটির নামকরণ করবেন বলে জানিয়েছেন রাজ্যের বন্যপ্রাণী বিভাগের প্রধান বনপাল বিনোদকুমার যাদব।গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী বলেন, এটা খুব ভালো খবর।  


Post a Comment

0 Comments