কালিয়াচকের লোক হামরা। হাংরে এলাকার এক্ষিদিকে বাংলাদ্যাশ, এক্ষিদিকে গাংগা লাদ্দি (বঢ় লাদ্দি) অপারে ঝাড়খণ্ডের রাজমাহাল। অন্নদিকে ফারুক্কা আর ভাগরাত্থি লাদ্দির অই পারে গাউড়। এই সাভের বিচেই হামরা কালিয়াচকের লোক। হাংরে তিন তিনটা বোলোক। তিনটা বিধানসভা। সুজাপুর, মোথাবাড়ি, বইস্টমলাগার। হাঙ্গে বিচদিয়া গেছে ভাগরাত্থি লাদ্দি, পাগলা লাদ্দি, গাংগা লাদ্দি। ৩৪ লাম্বার হাই রোড। হাংরে এলাকার মনুশ সুরজাপুরি ভাষাতে কথা কহে।
0 Comments